ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

মিছিলে গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে করা মিছিলে গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এই মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে সংগঠনটির নেতাকর্মীরা। ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় মিছিলটি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোডে এসে শেষ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারের পক্ষ থেকে নিরীহ মানুষকে গুলি করে হত্যার প্রতিবাদে ছাত্রদল ল্যাবএইড থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে। সায়েন্সল্যাব মোড়ে এসে মিছিল থেকে ৮-১০টি গাড়ি ভাঙচুর করা হয়। dhaka post

এতে আরও বলা হয়- স্লোগানে মুখরিত হয়ে উঠে মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি জাকিরুল ইসলাম জাকির, মোক্তাদির হোসেন তরু, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক সাফায়েত রাব্বি আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক  আকতার এবং সদস্য সচিব আমান উল্লাহ প্রমুখ।


উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশে দুদিনের সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এ সফরের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমে বিক্ষোভ করে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন। এই বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার ছাত্ররাও বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়।


সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চার জনের মৃত্যু হয়। চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়াও। জেলা সদরের বিভিন্নস্থানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। বিক্ষোভের ঘটনায় আশিক (২০) নামে এক জন নিহত হয়েছেন।

ads

Our Facebook Page